সিগারেট

লেখক : নিবিড় সাহা

কখনও গঙ্গার ধারে গেলে একটা সিগারেট সাথে রাখি।
ওখানে পুরোনো এঁটো তামাকের গন্ধ পাই,
তখন খেতে ইচ্ছা করে।
বুকের ভিতর খানিকটা ধোঁয়া টেনে নিলে,
কেটে যাওয়া নানা রঙের ঘুড়ি
গলগল করে বেরিয়ে আসে ধোঁয়ার সাথে।
সুতো নেই, লাটাই পাল্টেছে হাত,
আকাশও এখন অনেক বড় মনে হয়, হাওয়াও বেশ কম।

জ্বলতে থাকা সিগারেট থেকে ক্রমশ…..
সেই তামাকের গন্ধ উধাও হতে থাকে
ফিরে আসি একা, গতানুগতিক।
এখন আর সিগারেট খাওয়াই হয় না লুকিয়ে, অথবা
রোজকার পুরনো অভ্যেস মত।

শুধু একা…..
কখনও গঙ্গার ধারে গেলে একটা সিগারেট সাথে রাখি।


লেখক পরিচিতি : নিবিড় সাহা
ইছাপুর, উত্তর ২৪ পরগনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন