সিগারেট

লেখক : অম্লান ভট্টাচার্য

তোমার হাতের আগুন ধরে রেখো।

তোমার হাতের আগুন জ্বলছে
চোখের ভিতর একটা গোটা পৃথিবী,
যেন অগ্নিকুন্ড –
হিকমতরা কি এখনও জেলের ভিতর?

তোমার হাতের আগুন জ্বলছে
গলা দিয়ে নামছে গলিত তরল
তোমার হৃদয় জ্বলবে
সবকিছু পুড়ে যাবে
সবকিছু,
এই আগুনে পৃথিবীর যত আছে আবর্জনা
পুড়ে ছাই হবে,
হিকমতের তুরস্ক
লেনিনের রাশিয়া
এই আগুনে হাত সেঁকুক,

আমাদের এই বিশ্বাস
জঠরের অগ্নিবলয় পৃথিবীতে বিস্ফোরণ ঘটাবে –

তোমার লক্ষ্য ঠিক করে রাখো
যে কোন মুহূর্তে লেনিনের ডাক শুনতে পাবে।


লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন