দায়

লেখক : সুরজিৎ সামন্ত

রেললাইন তার দায় ছেড়েছে
পথ নারি ব‌ইতে ভার,
নির্বিকল্প শঙ্কা নিয়ে
রুটি কিন্তু নির্বিকার।

ঘরের কোনে মেঘ জমেছে
ঠায় দাঁড়িয়ে অন্ধকার,
বিবর্ণতাও প্রশ্ন করে
আমায় কি আর দরকার?

রাজাও এখন রাজ্য ভুলে
ছেড়েছে তার দায়ভার,
আকাশ যত‌ই ভরসা পাঠাক
মৃত্যু গুলো যন্ত্রণার।।


লেখক পরিচিতি : সুরজিৎ সামন্ত
নাম-সুরজিৎ সামন্ত।নিবাস-মেছেদা,পুর্ব মেদিনীপুর।ইংরেজী সাহিত্যের ছাত্র। নেশা- তথ্য সংগ্রহ এবং কবিতা লেখা। চলমান সময়ের বিভিন্ন অনুভুতিকে শব্দের নাগপাশে বন্দী করাই আমার কবিতা লেখার অনুপ্রেরনা।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন