ডাকসু নির্বাচনে জয়

লেখক : আন্নী চৌধুরী

ঢাকার বুকে জাগে আলো,
জয়ের খবর দেয় যে ভাল।
ছাত্রশক্তি স্লোগান তোলে,
স্বপ্ন জাগে হৃদয়-মোলে।

জিতেছে আজ ন্যায়ের গান,
কণ্ঠে কণ্ঠে স্লোগান প্রাণ।
ডাকসুর মাঠে তরুণ সেনা,
আনল তারা নতুন বেথা।

অধিকার আজ হাতে ধরা,
ভবিষ্যৎ যেন সোনার ঘড়া।
সংগ্রামের ফল মিলল শেষে,
জয় এসেছে গানের দেশে।

পতাকাতে রঙিন আশা,
তরুণ কণ্ঠ দেয় যে ভাষা।
ডাকসুর জয় শুধু নয়,
গণতন্ত্রের মহাস্মরণ জয়।


লেখক পরিচিতি : আন্নী চৌধুরী
প্রতিলিপিতে লেখালিখি করতাম সবসময়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up