দেবীজ্ঞানে লেখা

লেখক : ড. বিশ্বজিৎ বাউনা

১.

রোদ থেকে নিজেকে ফেলে দিই ছায়া
বাতিল প্রহরার নীচে আশাহত।
কাঠের পাখির মতো জাড্য বেহায়া
যেন সেই স্থির চেয়ে থাকি অবিরত।

স্খলিত কাঠামোয় উঠে আসে জল
নদীর বালিতে লেখা সেই নাম।
তোমায় দেবীজ্ঞানে চেয়েছি প্রবল-
ফাঁকা জোয়ারে ভেসে যায় প্রণাম।

ভাবি সেই চাহনির দানা ঠুকে ঠুকে
পেরিয়ে যাব তিন ভুবনের মাঠ।
কাঠুরিয়া বিদ্রম টলোমলো বুকে
অশ্রুতে ভরে গেছে মন্ত্রের পাঠ।

২.

কারা ফুল রেখে গেছে দেবীর পায়ে?
বাসি মালা থেকে গলে নামে নুন-হাসি!
খাঁটি প্রেম ছিল অমরাবতী গাঁয়ে-
আজ পূজারীরা হয়েছে আগ্রাসী।

আঙুলে রঞ্জিত স্ফটিক লোভ…
জপমালা থেকে ঝুলে শেয়ালের চোখ।
আমাদের জাগেনি সে কাম্য ক্ষোভ,
শিশিরে মরে যায় বালিকার শোক।

বাতাসে দুলে দুলে যায় সব খুলি,
নৈবদ্যে মেতেছে বেপরোয়া মাছি-
চেরি ফল ঘিরে ভক্তি মামুলি,
তাই স্বীয় কন্যাকে আগলে আছি।

৩.

ভেঙে যেতে যেতে আয়নায় এঁকে রাখি
সেই প্রতিফলনের নীচে চোরাবালি।
তোমাকে ভেবেছি আত্ম-শূন্যের পাখি,
তপস্বী মনে শুধু জমে যায় খালি।

লতানো অভিমান থাকে চিড় খেয়ে,
বাতাসের দিকে হেলে যায় অঞ্জলি!
কথা সরে না তোমাকে কাছে পেয়ে,
বুক ফেটে যায়, তবুও মুখে কী বলি?

দেখি ঝড়ের শেষে গাছ নুয়ে আসে,
মাটিতে কারা রেখে গেছে থাবা, নখ?
অসুরেরা ভোজালি ধার দেয় ঘাসে,
আজ হোক দেবী তোমার পরখ।

৪.

বনস্পতি আজ মাথা রাখে নীচু হয়ে,
কারা বাতি জ্বেলে গেছে অসুর ঘিরে?
ঋষির চলার পথ গেছে ক্ষয়ে…
শহরে আজ কলি এসেছে ফিরে।

সহজ নয় আজ জলের পথ,
ভণ্ডরা আজ বিদূষী দিকে দিকে।
মিথ্যাচারে গড়ায় সভ্যতার রথ-
সত্যি চিরদিন একা, নিজেকেই লিখে।

পাথরের চোখ নিয়ে দেবী তাকায়,
এসেছে ধর্ষক পুষ্পাঞ্জলি দিতে।
কর্মের সাজা পাবে, এই অপেক্ষায়-
মহাকাল খোলস ছাড়ে প্রতি শীতে।

৫.

মেয়েটিকে দেব ধারালো তরবারি,
জাতিকা বৈভবে হোক ফুলত্রাস।
আমি হব তার ছায়া, নিরাপদ বাড়ি।
একা বাড়ি ফেরা হোক তার অভ্যাস।

যে পথে জোনাকিরা রাত রাখে খুলে,
নমনীয় চোখ হোক অস্ত্রের বাণী।
ছলনায় কীট আসে পৃথিবীর ফুলে,
সব পুরুষ প্রেমিক নয় জানি।

সুযোগ-সন্ধানী ওরা ভদ্রবেশে,
যেন উদ্ধত লিঙ্গের ক্রীতদাস।
হয়ো না তিলোত্তমা ধর্ষকের দেশে,
চণ্ডিকা রূপে হোক তোমার প্রকাশ।


লেখক পরিচিতি : ড. বিশ্বজিৎ বাউনা
ড: বিশ্বজিৎ বাউনা জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। পড়াশোনায় চিরদিনই মেধাবী। ২০০২-এ মাধ্যমিকে ৫৪ তম স্থান অধিকার করেছিলেন। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/ সিলভার মেডেলিস্ট)। বি.এড., পিএইচডি। জেনারেল ক্যাটেগরিতে ইউজিসি নেট (NET) ও ওয়েস্ট বেঙ্গল সেট (SET) কোয়ালিফায়েড। পেশায় এইচ এস শিক্ষক। ২০১১ থেকে শিক্ষকতা করছেন ঘাটালের গৌরা সোনামুই কেবিএ শিক্ষায়তনে। বিভিন্ন জার্নালে গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি মূলত কবিতা লেখেন। গল্পও লেখেন। পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান', 'বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার', 'কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার' ও "দীপায়ন-২"(দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার)।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন