দেবীর আগমনে

লেখক : গৌর দে

শিউলি ছড়ানো শিশির ভোরে
হিমের পরশ মাখা,
স্নিগ্ধ বাতাসে মৃদুমন্দে দোলে
কাশফুলেরা একা।

শুভ্র শারদপ্রাতে
মর্ত্যে আসেন উমা,
মুখরিত আকাশ বাতাস
তার নেইকো উপমা।

ত্রিভুবনে সাজো সাজো রব
আনন্দময়ীর শুভ আগমনে,
পদধ্বনিত হয় বিশ্বভূবন
পটমণ্ডপদ্বারে মায়ের আসার ক্ষণে।

শরতের সাদা মেঘ, ঢাকে কাঠির বোল
দুর্গাদেবীর নবপত্রিকায় নব নব আহ্বানে,
ধরণী ওঠে মেতে, হাসি খুশিতে ভরে
কলাবউ রূপে মন্দিরে দেবীর আনয়নে।।


লেখক পরিচিতি : গৌর দে
একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। লালমাটির জেলা বাঁকুড়ার আশবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালের ১৯শে ফেব্রুয়ারি। তাঁর প্রকাশিত বইগুলি হল- রানীবাড়ির জঙ্গলে (গোয়েন্দা উপন্যাস), তবু মনে রেখো (কবিতা, কাব্যগ্রন্থ), বিভাবরী ত্রাস (ভৌতিক গল্প)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।