লেখক : অরূপ গুছাইত
মেরি বিস্কুট হাতে নিয়ে মা দৌড়েছে
চঞ্চল ছেলেটার পিছনে পিছনে,
পাছে উল্টে না পড়ে ছেলেটা-
বুকের বোতাম ছিঁড়লেও দক্ষিণের
নোনা জলের ঝাপটা সামলেছে বাবা,
পাছে হড়কে না যায় ছেলেটা-
পই পই করে মাস্টার শিখিয়েছে
ক্ষয়ে যাওয়া সমাজে শিরদাঁড়ার দাম,
পাছে অমানুষ না হয় ছেলেটা-
স্বাধীন হতেই সব ভুলে গেল-
নিজের পা তুলল দেবতার আসনে!
লেখক পরিচিতি : অরূপ গুছাইত
সাধারণ চাকুরে