ধুলে মাখা হৃদয় গৃহে

লেখক : মোহাম্মদ রিফাত মন্ডল

তাকের কোন এক কোণে বইটি পড়ে আছে।
চারিদিকের ধুলোবালি মেখে আছে বইটির প্রতিটি পাতা।
অথচ,
তোমরা তাকে ভালভাবে চিনো ভালভাবে জানো ঠিকই রেখে দিয়েছ তাকের কোণে।
“অভাগীয় বই” বললেই মনে পড়ে যায় সেই বইয়ের কথা।
বইটি কেমন আছে? কখনও কি জানতে ইচ্ছে করে না? একটু জানো বইটি কেমন আছে।
কেননা বই তো মহামূল্যবান সম্পদ।
একটু যত্ন করতে হয় ওদের।

তেমন করে আমি এক অভাগীয় মানুষ আমাকে ভুলে যেয়ো না তোমরা তোমাদের কোন এক পুরাতন/পরিত্যক্ত হৃদয়গৃহে রেখে দিয়ো আমাকে, সেখানে থেকে থেকে আমি চারিদিকের ধুলোবালির সাথে মিশে কালো কাজল হব।
আর সেই কাজল তোমরা আঁখিতে লাগিয়ো।
আমার একটু কষ্ট হবে বটে তবুও তোমরা হেসো।
আমি হয়ত দুখের স্রোতে পড়ে ডুবে মরেও যেতে পারি, তবুও তোমরা শান্তিতে থেক।
কখনও জানতে চেয়ো না আমি কেমন আছি?
তোমাদের সেই পুরোনো ধুলে মাখা হৃদয় গৃহে আমায় বন্দী করে রেখো, এতেই আমি ভাল আছি।


লেখক পরিচিতি : মোহাম্মদ রিফাত মন্ডল
মোহাম্মদ রিফাত মন্ডল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন