লেখক : সোমনাথ লাহা
তোমার স্বপ্নের রঙগুলো আকাশে ছড়িয়ে পড়েছে
দক্ষিণ হাওয়ায় ডানা মেলে উড়ছে নীলাকাশে
ক্যানভাসে ঝরে পড়ছে রামধনু হয়ে…
বেনীআসহকলা কেমন একটু একটু করে
পালক ছড়িয়ে দিয়েছে চারিদিকে।
পেঁজা তুলোর মত মেঘকে নিয়ে
দূরের পথে রওনা দিয়েছে অজানার উদ্দেশ্যে
তোমার ঠিকানা খুঁজে পেয়েছে কিনা জানি না
আমার সঙ্গে দেখা হলে বলতাম ওদের
শীতল ধারায় ভিজিয়ে দিতে তোমাকে।
যাযাবর হয়ে পাড়ি দিতাম তখন আমি নিজেও
অজানাকে জানতে যে আমারও ভীষণ ভাল লাগে
তুমি তো শুধু মন খারাপের কথাগুলো বলেছিলে
মন ভাল তাই আমিই করতে চাইছি….
সাদা-কালোয় রঙ তুলি মেখে গায়ে
আমিও যে রঙিন হতে চাইছি তোমার সঙ্গে
জীবনের রঙ শুধুই ধূসর নয়, অন্য রঙও রয়েছে
ভালবাসা আছে রঙিন চাদরে মোড়া
লাল গোলাপের পাপড়িতে রাঙা হয়ে।
লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক

