দিশারী

লেখক : অর্ণব গুপ্ত

সহস্র বছর যেন পার হতে চলেছে,
মনের আঙিনায় চোখ মেলেছি – দেখতে পেলাম এক শীর্ণকায় ব্যক্তি হেঁটে চলেছে মরুভূমির পথে – তৃষ্ণার্ত সে জনৈক ;
তবুও নিভন্ত প্রদীপের ন্যায় জাগরিত তার বাঁচার আশা – তৃষ্ণা নিবারণের আকাঙ্খা ।
রৌদ্রদগ্ধ, বৃক্ষহীন, বারিশূন্য পরিবেশ – জ্বলন্ত তার পদযুগল,
অবোধ শিশু যেমন অপেক্ষায় থাকে তার মায়ের -পান করতে চায় মাতৃস্তন
তেমনভাবেই এই সন্ধানকারী খুঁজে চলেছে মরূদ্যান – জীবনের ক্ষীণ আশার আলো ।
দূরে অস্পষ্টরুপে প্রতীয়মান জলের ধারা – পান করতে চায় আকন্ঠ ;
কিন্তু হায়! নিকটবর্তী হয়ে মিললো না কিছুই,
তবে একি মরীচিকা নাকি চলার পথের সোপান ।

লেখক পরিচিতি : অর্ণব গুপ্ত
অর্ণব গুপ্ত রায়গঞ্জের বাসিন্দা ।বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পাঠরত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন