দোল বিষয়ক দুটি কবিতা

লেখক : ইচ্ছেমৃত্যু

।। ১ ।।

কী ভীষণ পাগল ছিলে
হোলিখেলার আবির
কপালে সিঁদুর করেছিলে

কী ভীষণ পাগল ছিলাম
সিঁদুর দান শেষ
হোলির শেষে ভেবেছিলাম

কী ভীষণ পাগল আজও
প্রতিটি হোলির দিনে
তোমার আমার বৈধব্য

।। ২ ।।

কে যেন চুপিচুপি গেল বলি –
‘আজ হোলি’!
বয়স বেড়েছে হে বসন্ত
এবার অন্তত
ছাড়ান দাও, একেবারে যাই ভুলি
সেই দিনগুলি
যেদিন আবির হল সিঁথির সিঁদুর
…স্মৃতিমেদুর

প্রেম বড় মহামারী রোগ
বাৎসরিক দুর্ভোগ
তবু পলাশ আর সিমুল বাঁধে জুটি
মিষ্টি খুনসুটি
যত ভাবি যাব সব ভুলে
তবু তালেগোলে
শুনতে পাই তার কলরোল
“আজ দোল…”


লেখক পরিচিতি : ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় - রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে - টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা - সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে - পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum