লেখক : মোবাররম হায়দার
হে মহান!
তব বান্দা অগণিত,
তবু আমার মত অপরাধী নাই।
ক্ষমা চাই শুধু, তড়িৎ নাহি চাই।
এ জগতে নিকৃষ্ট এক জীব তোমার।
তবু করনি কভু তব দয়া হতে বাহার।
শুনিয়াছি, তুমি থাকো অতি নিকটে,
গোনাহগার প্রাণের পাশে পাশে।
এই দুনিয়ার ধুলোমাখা বাঁকে
তোমার নৈকট্যই পাওয়ার আশে।
দিন-রজনী তব যিকির করে সবে,
বিরতি নাই, থামে না হাঁপ ধরে।
আমার মত অপরাধী কেউ নাই,
তবু দয়া করো, টেনে নাও ক্ষমা করে।
আমি তোমারে পূজিনি যথাযোগ্য,
তবু দয়ায় ভরাও জীবন আমার।
দিয়াছ সর্ব, দাও নিঃশঙ্কচিত্তে,
এ ক্ষুদ্রে করনি নিরাশ একবার।
আমি অবাধ্য, লিপ্ত সর্বদা পাপে,
তুমি চাও করুণার নেগাহবানে।
আমি ফিরিতে চাই, কিন্তু ধীরে,
তুমি নাকি বিলম্ব কর প্রিয়র আহ্বানে!
লেখক পরিচিতি : মোবাররম হায়দার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী