লেখক : শ্রীমল্লার
দেখছি রোদ। দেখছি লোক।
দিচ্ছি দৌড়,
পাচ্ছে ঘুম…
মিথ্যে মুখ। মিথ্যে ঠোঁট।
ভাবনা তাও,
মাঠ লেখে।
জানতে নেই। শুনতে নেই।
রাখতে হয়–
ঝড় চলে!
লেখক পরিচিতি : শ্রীমল্লার
আমার কাছে কবিতা স্বতঃস্ফূর্তভাবে আসে। আমি কবিতা বানাতে পারি না, লেখার চেষ্টা করি। আমার নিজস্ব কোনও ইমেল আইডি নেই। নিম্নলিখিত ইমেল আইডিটা আমার বন্ধুর। তাই কোনও প্রয়োজনে অনুগ্রহ করে আমাকে ফোন করবেন। নিচে আমার ফোন নম্বর দিয়েছি।