দু’খানা মানুষ

কবি: ইচ্ছেমৃত্যু

তুমি চাইলে সারাটা রাত জেগে রইব
অন্ধকারে জেগে রইব, আলোয় আলোয় জেগে রইব
তুমি চাইলেই…
তোমাকে ভীষণ জাপটে ধরে জেগে রইব
তুমি চাইলে ঘুমোতে পারো, কোলের কাছে গুটিসুটি
আমাকে তোমার বালিশ করে, বালিশ ধরে ঘুমোতে পারো…
আমি তোমার কপাল থেকে চুলগুলোকে সরিয়ে দেব
তুমি তখন ঘুমের দেশে যেতেই পারো, স্বপ্নে তুমি ভাসতে পারো
আমার কাছেও আসতে পারো, যেতেও পারো স্বপ্নলোকে পরপুরুষে
আমি কিন্তু জেগে রইব, তোমার পাশেই জেগে রইব
সারাটা রাত জেগে রইব, অন্ধকারে, পথ হারিয়ে
ইচ্ছে হলে রাখব শুধু আলতো চুমু চোখের পাতায়
তুমি কিন্তু ঘুমিয়ে থেকো, জেগে উঠো না বাস্তবেতে
বাস্তবটা ভীষণ কঠিন, সেখানে শুধু আমরা দুজন ভিন্ন রকম দু’খানা মানুষ।


লেখকের কথা: ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় – রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে – টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা – সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে – পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum