লেখক : রাজীব চক্রবর্ত্তী
নিঃসীম অন্ধকার মাঝে ভেসে ওঠো,
মনে হয় আগলে রাখি যত্ন দিয়ে তোমায়।
যখনই ছুঁতে যাই
পলকে হারাও গহীন তিমিরে।
স্বপ্নের চরাচরে বারবার
পদচিহ্ন রাখি দুরত্যয়ে।
চলতে চলতে কতবার ভুলেছি পথ,
হারিয়েছে সময়ের দিশা অজানা আহ্বানে।
রাতের শিশিরের মত ভেসেছি হাওয়ার বুকে,
জোনাকির মত ছড়িয়েছি আলো
পথ খুঁজে নেবার নেশায়।
প্রতিটা নতুন ভোরে বেঁধেছি বুক
আশার পাখায় ভর করে।
সন্ধ্যার ধুসর রঙ মেখে
গাঢ় রাত কালো হয়ে এলে,
কল্পনারা রঙিন হয়
নেমে আসে ঘুমে ঢাকা চোখে।
তমসার কুহেলিকা মাঝে আলোর সন্ধান,
হয়ত এ জীবনে অন্তহীন!
আর্দ্র নরম বুকে সূর্যের দীপ্তি নেই,
তারা হয়ে ভালবাসা জ্বলে
শত আলোকবর্ষ দূরে।
দুর্লঙ্ঘ্য হলেও তুমি তো অধরা নও!
দূরের নক্ষত্র হয়ে আমি
ধিকি ধিকি জ্বলি,
শত আলোকবর্ষ দূরে।
শুধু বলে দাও,
কতটা গভীর হলে নক্ষত্রের আলো
একটু ছাপ রেখে যায়
দুর্গম আঁঁধারের বুকে।
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।