দুর্গরূপেণ

কবি: ঋক ঋকমন্ত্র

বিদ্রোহী হোক সকল নারী,
মা দুর্গার মতো!
সকল অসুর অত্যাচারের
যদি নিধন হতো,
তবেই পেতো মুক্তি নারী,
কন্ঠে ধরে বিষ;
হাতের ত্রিশূল রক্ত মেখে
হাসতো অহর্নিশ!

নিয়মনীতি, সংস্কৃতি ―
বড়ই যে একপেশে!
আফগানে যে বোরখা পরে,
হিজাব মিশর দেশে;
সেই নারীকেও ছুঁড়তে পাথর
তৈরি সদাই হাত!
সতীদাহ-ও কম ছিল না,
নারকীয়, সাক্ষাৎ!

নারী যেন উর্বর জমি,
বাচ্চা দেওয়ার কল!
পান থেকে চুন খসলে পরেই
খিস্তি অনর্গল!
পণের দাবি, মনের দাবি,
চাই বিছানায় দেহ;
কথায়-কথায় সেই নারীকেই
অযথা সন্দেহ!

সেই নারীকেই দুগ্গারূপে
পুজো করার ধুম!
আবার বলি, ভড়ং সবই!
মিটলেই শীতঘুম!

তার চাইতে হাতটা ধোরো,
সঙ্গে চ’লো পথ।
দেখবে নারী উজাড় দেবে,
নীরব সে শপথ।

সসম্মানে তাকিও পুরুষ,
নরককে পাও ভয়!
সব নারীতেই দুগ্গা আছে,
কেউ ফ্যালনা নয়!


লেখকের কথা: ঋক ঋকমন্ত্র
ঋক ঋকমন্ত্র একজন চিত্রনাট্যকার ও সংলাপ লেখক। চিত্রনাট্য রচনার পাশাপাশি তিনি নিয়মিত গল্প-কবিতা ইত্যাদি লেখালিখি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum