দু’টি কবিতা

লেখক : দেবাশীষ মজুমদার

১. অনুপ্রেরণা

শোক এসে দাঁড়ায় – কড়া নাড়ে,
আমি দরজা খুলি না
তোমার গল্প লিখতে লিখতে সময় পেরিয়ে যায়,
তারপর রাত নামে,
পুরোনো কথা ম-ম করে বেড়ায় সারা ঘরময়,
আমার পৃথিবীতে আজকাল আর অন্ধকার নামে না…
অথচ ঘরে একটাও জিরো পাওয়ারের বাল্ব নেই।

২. ম্যাচুরিটি

ম্যাচুরিটি এসেছে,
ফেলা আসা দিনেরা
বোকা বোকা চোখে আমাকে তাকিয়ে দেখে,
আমিও পিছন ফিরে দেখি আর মৃদুমন্দ হাসি।
প্রিয় বান্ধবীর সিঁদুরে ছবি দেখলে
নিজেকে বড় তৃপ্ত লাগে আজকাল …


লেখক পরিচিতি : দেবাশীষ মজুমদার
দেবাশীষ মজুমদার বাংলা ভাষার একজন মোটিভেটর। মানুষকে মোটিভেট করাই তার নেশা। যদিও পেশায় একজন সরকারী আধিকারিক। বাংলাভাষায় তার লেখা তিনটি অনুপ্রেরণামূলক বই রয়েছে। তারমধ্যে "সাফল্যের সেরা ৫৫৫ উক্তি" এবং "কেউ থেমে নেই তোমার জন্য" যথেষ্ট সুনাম অর্জন করেছে। কবিতা, ছোটগল্প, রম্য রচনাও তার খুব প্রিয় শখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।