দ্বিতীয় ঢেউ

লেখক : গৌরব সরকার

বেঁচে আছি মাটির কাছে অ-মাটির মতো।
শরীর বেয়ে উঠছে সরীসৃপ!
সরসর করে চামড়ায় লাগছে বুকের আঁশ।
জিহ্বার আঠা লেগে যাচ্ছে যেখানে সেখানে
ঘ্রাণেন্দ্রিয় বন্ধ রয়েছে দশ সেকেন্ড….
শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা প্রবাহ পাক খেতে-খেতে
মনন-চিন্তন শাসন করছে অভূতপূর্ব ধ্বংসলীলা!
ঢাকা আঢাকা সব জায়গাগুলো চিনে নিতে
বারবার উঠছে নামছে, জেনে নিতে কলকব্জা
ফিরে-ফিরে হেঁটে বেড়াচ্ছে। মেপে নিচ্ছে–
দৈর্ঘ্য প্রস্থ গভীরতা!
সমীকরণ ভেঙে জোড়-বাঁধা পুরনো হিসেব যত
মুছে ফেলে চাইছে নিজের সাম্রাজ্য গড়ে নিতে।

আমি অবিচল পাথরের মতো বপু রেখে
একত্র হয়ে আছি-একাকিত্বে,
একের সঙ্গে অপরের সাবধানী দূরত্বে।

একসময় সরীসৃপ নেমে চলে গেল
রয়ে গেল তার খোলসে-খোলসে ভরা শমন।
যেন তোমাদেরও এমন হবে যদি না সতর্ক হও!


লেখক পরিচিতি : গৌরব সরকার
আমি গৌরব সরকার। বিভিন্ন পত্র, পত্রিকা ,লিটিল ম্যাগাজিনে লেখালেখি করি ২০১৮ সাল থেকে।আমি বিশেষত কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছি বেশ কয়েকটা। এছাড়াও ব্যক্তিগত কবিতার বই "একবই কবিতা" ২০১৯ এবং কাব্যগ্রন্থ "হংসধ্বনি" ২০২১-এ প্রকাশিত হয়েছে যথাক্রমে "শব্দ সাঁকো" ও "মৃত্তিকা"প্রকাশনির প্রয়াসে।

2 Comments

  1. আশীষ দত্ত

    এই সময়ের এক দারুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে কবিতাটি । পড়ে ফেশ লাগল ।

  2. আশীষ দত্ত

    এই সময়ের এক দারুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে কবিতাটি । পড়ে বেশ লাগল ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum