দ্বৈত সত্তা

লেখক : সঞ্চিতা চক্রবর্তী

এ হ’ল আমার কর্ম, যে আমাকে ভোগায়,
আর আমার ভেতরের পশুটাকে একটু একটু করে জাগায়।
প্রত্যেক অশ্রুবিন্দু পরিণত হয় বিষবাষ্পে যেন সে উত্তেজিত করে কোন কালসাপের বিষদাঁতকে।
কখনও মস্তিষ্কে ওঠে রক্তের উন্মাদনা
যেন কোন নরপিশাচ উঠছে জেগে।
কিন্তু মাঝে মাঝে সবকিছু অত্যন্ত ঝাপসা হয়ে যায়,
যেন কুয়াশা ভরা পথে
কোন পথিক খুঁজছে দিশা।
পশুটা যেন মনুষ্যত্ব নামক অস্ত্রের আঘাতে খুব জখম হয়,
খুব জখম হয়।


লেখক পরিচিতি : সঞ্চিতা চক্রবর্তী
আমি সঞ্চিতা চক্রবর্তী। বাংলা কবিতা লিখি। জীবনের অনুভূতি আর ভাবনা আমার কবিতার বিষয়। নতুন হলেও লেখালেখি করতে ভালবাসি এবং আমার লেখা সবাইকে পৌঁছাতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন