এ স্বাধীনতা কেমন

লেখক : অম্লানকুসম ভট্টাচার্য

আমার স্বাধীনতায় বারবার পোকা কাটে,
বারবার,

আহত মন নিয়ে ছুটে যাই
বহমান নদীর কিনারায়,
পৃথিবীর সব মানুষ, সব ভাবনা নিজেদের
মধ্যে কাটাকুটি খেলায় মত্ত,
আমি যতই আকাশ দেখি
বাতাসকে বুকে জড়িয়ে ধরি
গাছেদের ফুলে পাতায় নিঃশ্বাস নিই
তবু চোখের তারায় কষ্ট হয় যখন
মাটির উপর রক্তপাত হয় আমার স্বাধীনতার
বুক চিরে,

আমি স্বাধীন নই
স্বাধীন হতে পারিনি
আমার স্বাধীনতায় বারবার পোকা কাটে,
বারবার
বারবার,

এ স্বাধীনতা কেমন
বারবার ভাঙ্গতে হয় গড়তে হয়
ভাঙ্গতে হয়
গড়তে হয়
ভাঙ্গতে হয়
গড়তে হয়
বারবার
বারবার।


লেখক পরিচিতি : অম্লানকুসম ভট্টাচার্য
অম্লান ভট্টাচার্য, জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum