লেখক : দেবজিত ঘোষ
এই বৃষ্টিস্নাত রাত্রির প্রত্যেকটা মুহূর্তে
ধুয়ে মুছে সাফ হয়ে যাক
আমাদের যত ঘৃণার ভাবনারা।
এই কঠিন সময়ের দমবন্ধ আবহাওয়ায়
আমরা হয়ে উঠি একে অপরের অক্সিজেন
আর এগিয়ে যাই এক পারস্পরিক সহযোগিতাময়
মুহূর্তের সৃষ্টির দিকে।
আদিম প্রবৃত্তির চিতাভস্মে পুনর্জন্ম হোক
মানবতার এক সৌদার্য্যময় অধ্যায়,
যা লিখে রাখবে আমাদের নাম
একবিংশ শতাব্দীর ভয়াবহতার মাঝে
এক চিলতে আশার আলোর অভিব্যক্তি হয়ে।
লেখক পরিচিতি : দেবজিত ঘোষ
"কবিতা তখনই কবিতা হয়ে ওঠে, যখন তা কবির সীমানার গণ্ডি থেকে বেরিয়ে পাঠকের মনের দর্পণে প্রতিফলিত হতে পারে।" - এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকা এক সাধারণ মানুষের কন্ঠ ছাড়া আমি আর কিছুই নই।
বাস্তবমুখী লেখা । ভাল লাগল ।
অনেক ধন্যবাদ ❤️
Darun