লেখক : ডঃ গৌরাঙ্গ সিনহা
মনে পড়লো –
তোমার সাথে
বিকালের সব আড্ডাগুলো।
মনে পড়লো –
সমস্ত অন্তরঙ্গ মুহূর্তগুলোকে,
অ্যালবামে বন্দি র্নিবাক ছবিদের।
সবাই এসেছিলো দাঁড়াবে বলে,
তুমি আমার পরিচিত অনেক দিনের,
চিরতরে বিদায় নিলে কেমন ভাবে!
তবু মনে হলো অনেক দূরের,
সব যেন হেয়, উপহাস লাগলো।
জানি না কিছু দিতে পারলাম কি না-
তুমি এক বন্ধু, মনের মিলের মানুষ থাকলে।
হঠাত্ এক ফোঁটা জল গড়িয়ে এলো
এটা অন্তরের কান্না ছিলো,
এইটুকুই রয়ে গেলো তোমার জন্য।
অতি নাটকীয়তা আমার স্বভাব নয়,
তুমিও জানতে আর আজো সেটা সত্য।
এসো বন্ধু, সুখে থেকো যেখানেই থেকো।
লেখক পরিচিতি : ডঃ গৌরাঙ্গ সিনহা
আমি ছেলেবেলা থেকেই সাহিত্য অনুরাগী ছিলাম। আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণা করে ডক্টরেট ডিগ্রী লাভ করি। তবে সেই সাহিত্য রচনার ইচ্ছা সবসময় আমাকে প্রেরনা দেয় ও এইভাবেই সেটা চলছে।