এক নারীর লড়াই…

লেখক : কুশল ভট্টাচার্য্য

কালো গাড়ির কাচে আটকে আমার নীরবতা,
নিঃসহায়-সম্পদহীন আমার দুর্বিষহ জীবন।
আলোর মিছিলে হারিয়ে ক্ষণিকের অভুক্ত পেট;
ক্রমশ নিগ্রহের মাত্রা অতিক্রান্ত।

কত শতাব্দী জোটেনি দুʼবেলা-
পরণের বস্ত্রে জীর্ণ-মলিনতার পাড় বসানো;
সেই পাড় ভেদ করে দৃষ্টি ফেলে, মানবরূপী কিছু নরখাদক
পাশবিক সত্তার স্ফুরণে বক্ষস্থলে কাটে রক্তলোলুপ আঁচড়।

আর্তনাদ করে ওঠে হৃদয় আর,
পেটের ভেতর তখনও চলে গোঙানি, একমুঠো গরম-ভাতের।
ভোগের পর দক্ষিণার মতো ক’টা টাকা ছুঁড়ে আসে পায়ের কাছে।
চাহিদা একমাত্র খেয়ে-পরে বাঁচার।

কত আশা, কত স্বপ্নের হত্যালীলা চলে রাতভোর-
দিনশেষে শরীরের বদলে কাটে অনাহার।
চাতকের মতো চেয়ে থাকা বন্দিনীর
লজ্জাশরম ছাপিয়ে বৃহত্তর যখন খিদে;
সতীত্বের পরাজয়ে বিধ্বস্ত বিবস্ত্রা এক রমণী।


লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
কুশল ভট্টাচার্য, বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কবিতা লেখার চেষ্টা করি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন