এক অন্য বৈশাখের স্বপ্ন

লেখক : কৌস্তভ দত্ত

আমার শহর আজ ক্লান্ত,
যুদ্ধ বিধ্বস্ত।
কালোবাজারির গোলক ধাঁধায় সে হারিয়েছে পথ।
একাত্তরের পর আবার তার ঘুম ভাঙে-
তীব্র সাইরেনের শব্দে।
মোচড় দিয়ে ওঠে সন্তান হারানোর যন্ত্রনা।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম,
ছুটে চলেছে সাইরেন, তীব্র গতিতে-
সময় কে হারানোর খেলা।
যদি কেউ বেঁচে যায় সময়কে হারিয়ে।
আমার শহর আজ ক্লান্ত,
বিষণ্ণ,25শে বৈশাখ স্তব্ধতায় ভরা।
ক্লান্ত ঘুমহীন শহর আজ ছুটে চলেছে-
অক্সিজেন আর ওষুধের সন্ধানে।
এক অসম লড়াই,
দূরে থেকে পাশে থাকার লড়াই,
জীবন বিপন্ন করে বাঁচিয়ে যাওয়ার লড়াই।
তিলোত্তমা লড়ছে,
তিলোত্তমা জাগছে,
তিলোত্তমা খাবার জোগাচ্ছে,
তিলোত্তমা অক্সিজেন জোগাচ্ছে,
তিলোত্তমা কাঁদছে,
তিলোত্তমা গণ চিতা দেখছে,
বেওরিস লাশের মতো পুড়ছে তার সন্তান।
কালো ধোঁয়ায় ভরছে তিলোত্তমার আকাশ।
তবুও এ শহর লড়ছে,
জেতার আস্বাদ পেয়েছিল সে,
তাই সে জানে,জেতার স্বাদ কত মধুর।
রোজ অল্প অল্প করে সে জিতছে;
ঘুমহীন ক্লান্ত তার চোখে-
প্রবল ভাবে জেতার স্বপ্ন।
আগামী বৈশাখ এক অন্য বৈশাখ,
রঙিন বৈশাখ, নাচে গানে মেতে ওঠার বৈশাখ
আগামী বৈশাখ এক মুক্ত বৈশাখ।
চিত্রাঙ্গদার মতো সে লড়ে চলেছে,
আগামী বৈশাখে বাল্মীকি প্রতিভা দেখবে বলে।


লেখক পরিচিতি : কৌস্তভ দত্ত
জন্ম 1991, পেশায় আইনজীবী, শখে কবিতা লেখা

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum