একাকিত্বের যন্ত্রণা

লেখক : শুভ জিত দত্ত

তোমাকে দেখা কিংবা কথা বলার জন্য
প্রতিনিয়ত ছুতো খুঁজে বেড়াই।
হাজারো টালবাহানা আর অজুহাত
জড়ো করে বেড়াই প্রতিনিয়ত।

আমার ভাবনা আর চিন্তার বিশাল জগতে
যখন তুমি এসে বিরাজ কর।
তখন একাকিত্বের নির্মম যন্ত্রণাগুলো ক্রমশ
ফিকে হয়ে পালিয়ে বেড়ায়।

শুনেছি সেই যন্ত্রণা পুরো শরীরকে গ্রাস
করে ঠিক যেমনটা ক্যান্সার।
শরীরে বাসা বাঁধলে নির্মমভাবে কুরে কুরে
খায়, যার থেকে মুক্ত আমি।


লেখক পরিচিতি : শুভ জিত দত্ত
শুভ জিত দত্তের জন্ম : ২ ‍ডিসেম্বর ১৯৯৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বণিকপাড়া গ্রা‌মে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থপনা বিভাগে বিবিএ, এমবিএ। নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিক লেখা প্রকাশ এর পাশাপাশি বিভিন্ন সাহিত্য সাময়িকী লেখা প্রকাশিত হয়ে থাকে। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। ত্রিলোচন সাহিত্য ভুবন নামে সাহিত্য সংগঠনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা যা প্রতি সপ্তাহে প্রকাশিত হয় তার সম্পাদনা করেন। email:shuvojitdutta12@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন