একান্ত নিজের

লেখক : রামকৃষ্ণ জানা

একটু আগলে রাখি নিজেকে
সব টুকু কি বিলিয়ে দেওয়া যায়
নিজের মনে হাজার ক্যালকুলেশন
তাহার হদিস কজন ই বা পায়।
একটু নাহয় মিষ্টি করেই হাসি
গোমরা মুখে কেন আর থাকি
চলছে জীবন নদীর মতো করেই
ডানা মেলে উড়ছে যে মন পাখি।
তোমার কাছে জানি না কি আছে
ঘুরে ফিরে হৃদয় হারায় শুধু
একলা আমি পথের বাঁকে ই ফিরি
তোমায় ছাড়া লাগে জীবন ধূ-ধূ।
একটু নাহয় আমার কাছে এলে
কি যায় আসে কান দিও না তাতে
দূর থেকে তো কত কি বলে লোকে
ভালোবাসায় জীবন মেলাতে।
তোমার মনে বাজছে পিয়ানো
সুর শুধু তায় আমার মনের বাজে
খেয়াল গুলো হারায় যখন তখন
যত্ন করা আমার হৃদয় মাঝে।
এলো চুলের হদিস পাওয়া দায়
উৎফুল্ল বসন্তের আগমনে
প্রেমের কেবল মান অভিমান
হিসেব নিকেশ হৃদয় শুধু জানে।
তুমি এখন দিব্যি আছো খুশি
একটু না হয় অনুভূতি দাও ধার
তোমার মাঝেই আকাশ খুঁজে পাই
দুজন মিলে হবই একাকার।

লেখক পরিচিতি : রামকৃষ্ণ জানা
বাংলা ভালো লাগে আর জীবন জুড়ে জীবনানন্দ প্রেম বাস্তবতার উপকাহিনী রঙিন ধূসর জীবন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন