এক দিন

লেখক : শিল্পা

দূরবীনে আর খুঁজি না তাকে
অচেনা মানুষের ভিড়ে
আধো আঁচলে বসে আছে
আমার হৃদয় দ্বারে।।

আলতো ঠোঁটে মুক্ত হাসি
দেয় না ধরা মায়াবিনী
আলো আঁধারি লুকোচুরি
আমি তার প্রেমে ঋণী।।

প্রভাতী বেলা কিরণ মেলায়
শ্যামলা মেয়ে কমলা রঙি
কার্নিশে তার আলতা ছোঁয়া
ঢেউ তুলেছে সপ্তডিঙি।।

ছাদের পাশে পাথর হয়ে
রূপনারায়নে ডুব দিয়েছি
পূণ্য আমার অবগাহন
অখিল রূপের স্বাদ পেয়েছি।।


লেখক পরিচিতি : শিল্পা
একজন ছাত্রী, শখে লিখি তবে যেটুকু কাউকে বলতে পারিনা সেটুকু লেখায় ফুটে তোলার চেষ্টা করি। অবশ্য ছোট থেকেই লিখতাম তবে পারিবারিক সমস্যার কারণে ছেড়ে গিয়েছিল... কিন্তু বছর পরে ও অভ্যেস বদলায় নি তাই ধুলো ঝেড়ে ফের কলম কে বন্ধু করলাম....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum