লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দর্পণের সামনে দাঁড়ালে একটি নীল আলো এসে পড়ে তোমার মুখের ডান দিকে।
আমি আশ্চর্য হয়ে দেখি সেই আলো একটি অধিবৃত্তের বাঁ দিক পিছনে ফেলে অস্বীকার করছে নক্ষত্র অস্তিত্ব!
তবু সেই অস্তিত্বের সঞ্চার পথ অধিকারে রেখে আমি আমার বাঁ হাতের তালুর মধ্যবিন্দুতে রেখে দিই একটি প্রবাল এবং তার শীর্ষবিন্দু…
অলিন্দের অলৌকিকে রাখি দু’-চারটে দেবদারু পাতা এবং তার পত্রবিন্যাস…
তারপর যথারীতি আমি ফিরি আমার রাত্রি হারানো অসময়ে…
ফেলে যাওয়া কল্কার দাগে শেষ পর্যন্ত নিজেকে পুড়িয়ে বুঝি –
ভালবাসাও পুড়ে গেছে শেষ পর্যন্ত
লেখক পরিচিতি : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম হাওড়ার বালিতে। বড়ো হয়ে ওঠা মায়ের সংগীত চর্চা এবং বাবার কাব্যচর্চার মধ্যে দিয়ে। বিজ্ঞান বিভাগে পড়তে পড়তে হঠাৎই বাংলা নিয়ে পড়া। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পেশা - অধ্যাপনা। নেশা - ধর্ম ও সাহিত্য চর্চা। সঙ্গে ছবি আঁকা, গান গাওয়া, সাংবাদিকতা।