একতরফা

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

এই লেখা বুকের গাঢ় ভাঁজ থেকে আসে
আমি লিখি হিবিজিবি কত কি!
তোমার মেধার রুগ্নতা,তা বুঝবে না
কোনদিন,
ব্যাঙের ছাতার মত তুমি ও খুঁজবে
মাথা গোঁজার ঠাঁই
এভাবে কতদিন চলবে যে যার মত?
তুমি আধিপত্যের চারাগাছ লাগাও
অসহায়ের উপর জবরদস্তি করে,
আর তারা বুক ফুপিয়ে কান্না করে করে
ক্ষুধার্ত হয়ে মরে।
এভাবে কতদিন চলবে একতরফা?
এই লেখা নানা বাঁধা বিপত্তির পরও আসে
এসেই মস্তিষ্ক গরম করে আমার।
আমি আজও বিদ্রোহী হতে পারলাম না
চুপ থাকো, চুপ থাকা,মঙ্গল,
না হলে রটিয়ে দিবো তুমি আস্ত একটা পাগল
ক্ষেত-আর জঙ্গল।


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯২ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum