লেখক : শমীক দে
করোনা অতিমারির মধ্যে bio-bubble এ পুরে,
ইউরো কাপ চলছে সারা ইউরোপ জুড়ে।।
ইউরোপিয়ান দৈত্য দের সদম্ভ সাক্ষাৎ,
দেখতে দেখতে কাটছে কত নিদ্রাহীন রাত।।
পাসিং, ড্রিবলিং আর কূটনৈতিক চাল,
শেষ প্রহরীর কেরামতিতে বাকিরা বেসামাল।।
নানা দেশের জাতীয় গানে মুখর পোডিয়াম,
রঙিন পোশাকে সমর্থকরা ভরায় স্টেডিয়াম।।
এই ইউরো য় প্রথমবার গ্রীসের সন্তান,
শেষ ইউরো খেলে নিলেন ম্যাসিডোনিয়া র গোরান।।
দুই দল গোল করল দুই ম্যাচে টানা,
স্পেনীয় রা ৫ আর ডেনমার্ক চারখানা।।
গ্রুপ লিগে ড্যানিশ দের ৪ গোলের রেশ,
গ্রুপ থেকেই ছিটকে গেল নোকিয়ার দেশ।।
স্প্যানিয়ার্ড দের গোল মুখ খুলল সারাবিয়া,
৫ গোল খেয়ে ছিটকে গেল স্লোভাকিয়া।।
গা জোয়ারিতে পটু ম্যানশাফট আর ডাচ,
মিস করছি স্প্যানিয়ার্ড দের চোখ জুড়ানো পাস।।
কি বলছে শেষ ষোলোর প্রথম খেলার ফল,
অস্ট্রিয়া কে হারিয়ে দিল মানচিনির দল।।
২৮/৬/২১ ছিল অঘটনের রাত,
শেষ ষোলোয় ফরাসি আর ক্রোটরা কুপোকাত।।
বিশ্বকাপ ফাইনাল খেলেছিল যারা,
সুইস আর স্প্যানিশ দের কাছে হারল তারা।।
ঠোগান হ্যাজার্ড আর কেভিন দ্য ব্রুইন,
টুর্নামেন্ট কে করে দিল রোনাল্ডো বিহীন।।
শেষ ষোলোয় অবশেষে হারল সুইডেন ,
হারিয়ে তাদের কোয়ার্টারে এবার ইউক্রেন।।
কমলা ঝড় থামিয়ে দিয়ে চেক রা কোয়ার্টারে,
ম্যানশাফট দের হারিয়ে হ্যারি তাদের জেতা সারে।।
এই ইউরোয় তারকারা বিদায় নিচ্ছেন,
প্রথম কোয়ার্টার জিতল এনরিকের স্পেন।।
সুইস দের হারিয়ে সেমিতে গেল তারা,
টাইব্রেকারে শাকিরি দের করে দিয়ে সারা।।
৩/৭/২১ – আর এক অঘটনের রাতে,
রেড ডেভিলস বধ হল আজুরি দের হাতে।।
চেক প্রজাতন্ত্র আজ ১-২ গোলে হারে,
চেকদের হারিয়ে ডেনমার্ক শেষ চারে।।
এস্তাদিও অলিম্পিকে হারল ইউক্রেন,
সেই ম্যাচে জোড়া গোল করল হ্যারি কেন।।
হ্যারি ম্যাগুয়ের আর হেন্ডারসনের ধারে,
ইংরেজরা ৪-০ জিতে শেষ চারে।।
৭/৭/২১ এ শুরু ইউরোর শেষ চার,
কার আসবে সৌভাগ্য, দুর্ভাগ্য কার!
ওয়েম্বলি তে মুখোমুখি ইতালি আর স্পেন,
যেন ২০১২ সালের Final again!।।
স্পেনীয় আক্রমন শুরু তোরেস কে দিয়ে,
ইতালিরও তেমনি আছে চিয়েশা ইনসিনিয়ে।।
চিয়েশার গোলা শটে বল জড়াল জালে,
৫৩ বছর পর আবার ইতালি ফাইনালে।।
ইংলিশ আর ড্যানিশ লড়াই, মনটা উড়ু উড়ু,
সাড়ে বারোটায় ওয়েম্বলিতে সেমিফাইনাল শুরু।।
ড্যামসগার্ডের ফ্রি কিকে চোখ জুড়ানো গোলে,
পিকফোর্ডের হাত ছুঁয়ে বল জড়াল জালে।।
সেমিফাইনাল পর্যন্ত লিখে রূপকথা,
শেষ হল ডেনমার্কের ইউরো-বিজয়গাঁথা।।
সেমিফাইনালে হারল ড্যানিশ, বাজল তাদের ব্যান্ড,
২-১ গোলে ম্যাচ জিতে ফাইনালে ইংল্যান্ড।।
সাড়ে বারোটায় ওয়েমব্লি তে ফাইনাল শুরু,
৯০০০০ এর স্টেডিয়ামে শব্দ গুরুগুরু।।
২ মিনিটে শ এর গোলে স্টেডিয়ামে হাততালি,
বোনুচ্চি র গোলে ম্যাচে সমতা ফেরায় ইতালি।।
এক্সট্রা টাইম শেষ হয় ১-১ গোলে,
তারপর টাইব্রেকারে খেলা যায় চলে।।
ভাগ্যের কি খেলা হায়, ‘ইটস কামিং হোম’ এ,
টাইব্রেকার ভেঙে শেষে কাপ গেল রোমে।।
অবশেষে শেষ দিনের ইউরো জ্বরে,
ইতালি দুবার ইউরো তুলল ঘরে।।
লেখক পরিচিতি : শমীক দে
আমি শমীক দে পশ্চিম বাংলার রিশড়ায় থাকি। লেখক হবার ইচ্ছে আছে। "লেখালিখি" কে কেন্দ্র করে লেখালিখির প্রতিভা বিকাশ করতে চাই।