লেখক : কবি ইমদাদ শাহ্
ফাগুনের আগুন লেগেছে আজি অজর পাড়া গাঁয়
দেখবে এসো সাজতে বস মা ডেকে যায় মা ডেকে যায়
কোথায় আগুন কোথায় আগুন দেখতে পারছি নাক হায়
এ আগুন, আগুন নারী রূপের লীলা, বুঝলি, বুঝলি লক্ষী সোনা
পশু-পাখি-অলি-দলির সক্কলেরই রক্ত দিয়ে তা কেনা
বসন্ত, বসন্ত এসেছে ধরায়:
ফুটেছে ফুল আমের মুকুল, টোপা কূল, ফুলের গন্ধে আকুল মৌ মৌ, মৌ মৌ আভা ছড়ায়
আলি, অলি জুটেছে পাড়ায়:
গুন গুন গায় কৃষ্ণকায়
ফুলের মধু ইচ্ছেমত সাবড়ায়
কোকিল, এসেছো কোকিল, কোকিলের গান মিষ্টতান
দেখতে ভারি কালো
হিম সকালে বসন্তদূত প্রথম আমার ঘুম ভাঙালো
আমি বলি, এত আগুন এত রূপ কী দিয়ে হয় বুনা
ছোট্ট সোনার হাসিখানি সব দিয়েও তবু হবে না
ফুল নিও মধু নিও, নিও রং বসন্ত ছারি
ছোট্ট সোনার কপোলে টিপ দিও ভরি ভরি
সব নিও শুধুই এ আগুনটুকু না নিভিও।
লেখক পরিচিতি : কবি ইমদাদ শাহ্
কবি ইমদাদ শাহ্ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মাঝি বাড়ি রোডে জন্মগ্ৰহন করেন।কবির পিতার নাম মোঃ জামাল হোসেন দীর্ঘ দিন মাদ্রাসায় কর্মরত এবং মায়ের নাম মর্জিনা বেগম। তিনি ফার্স্ট ক্লাস নিয়ে অর্নাসে সম্পন্ন করেন। এখন পর্যন্ত কবির প্রকাশিত কাব্যগ্রন্থ ৩টি "জীবন পাতার পদ্মফুল","জীবন মুখে গীতিকা","চব্বিশের কবিতাবলি"।