কবি: মরফিয়াস্
বুঝতে পারছি,
কলমে মরচে পড়েছে।
শব্দ আসছে না,
হাত কাঁপে,
বানান আর ব্যাকরণে
ভুল করছি, যেন
এই প্রথমবার কবিতা লিখছি।
অনেকটা সেই প্রথমবার সাইকেল
চালানোর মতন।
জানি অনেকদিন পর ফিরলাম,
বোধহয় অনেক দেরি করে ফেলেছি।
বোধহয় সময় ক্ষমা করবে না আমায়।
ছবি: প্রণবশ্রী হাজরা
লেখকের কথা: মরফিয়াস্
আসল নামটা উহ্য থাকলো আপাতত। জন্ম কলকাতা, বাসস্থান দিল্লি। বিমূর্ত চিন্তনে বিশ্বাসী এবং প্রেমের কবিতা থেকে সিরিয়াল কিলিং আর পুরাণ থেকে কল্পবিজ্ঞান সবেই আগ্রহী, যার ফলে সময়-অসময় ছুটকো লেখা বেরিয়ে পড়ে। চরম স্তরের সিগারেট খোর এবং চা পিপাসু।
অল্প দৈর্ঘ্যের মধ্যেই অনেক টা বোঝালো। যখন প্রথম লিখতে শুরু করেছিলাম ক্লাস টেন এ, তখনকার কথা মনে পড়লো।