গাছের মৃত্যু

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

যখন তোমরা গাছ কাটো
তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো?
ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে
যদি সেই কুড়ুল দিয়ে তোমায় আঘাত করা হয়
তোমার কি লাগবে না? তোমার চোখ থেকে কি জল বেরোবে না?
যখন গাছ কাটো তখন গাছও কাঁদে
অথচ গাছের চোখের জল তোমরা পাও না দেখতে,
কারণ গাছের চোখ আছে তবু তা অদৃশ্য তোমাদের কাছে
গাছের কান্না তাই তো তোমরা পাও না দেখতে।
প্রথমে গাছের একটা ডাল কাটা হয়
এরপর অন্য আর একটা ডাল
তারপর অন্য আর একটা,
এভাবে একসময় সম্পূর্ণ গাছটাই কেটে ফেলা হয়,
গাছটি মারা যায়।
যে সময়ে গাছটি মারা যাচ্ছে সে সময়ে তার সীমাহীন যন্ত্রণা
তোমরা বুঝতে পারো না,
শত শত দুঃখ পেয়ে শত শত অভিমান মুখ বুজে সয়ে
গাছটি নীরবে প্রাণত্যাগ করে।
-৩১/৭/২০২৪


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum