কবি: তনুশ্রী বাগ
তোমাকে খোঁজার দরকার ছিল খুব,
তড়িঘড়ি মিশে যাই পথচলতি ভিড়ে
আমার বেশ লাগে মানুষের সান্নিধ্য, ভিড়…
পা ঘষে ঘষে, এ ওর দিকে তাকিয়েও কিছুতেই
এগোনো যায় না যতক্ষন না
পেছনের মানুষের ধাক্কা খাওয়া যায়, সজোরে
সেই ধাক্কা- একটা আস্ত ভিড়কে
এক লহমায় অনেকটা রাস্তা এগিয়ে দেয়
আর প্রত্যেকে খুঁজে নেয়
নিজ নিজ গন্তব্য
তোমার কাছে পৌঁছাবো কেমন করে এসময় আর
ভেবে দেখি না
শুধু চেয়ে থাকি মানুষের পায়ের দিকে
গন্তব্য অনেকরকম হয়
তাই পিছন ফিরে চুপিচুপি, সিঁদ কেটে
ঢুকে পড়ি নিজের ভিতর।
লেখকের কথা: তনুশ্রী বাগ
জন্ম- পূর্ব মেদিনীপুরের এক গ্রামে। কবিতার ভেতর জীবন লেখার চেষ্টাটুকুই তার সম্বল।