ঘোমটায় ঢেকে

লেখক : মিত্রা হাজরা

শীত বড় রুখু সুখু কুয়াশার জাল

কনে বৌ চোখ মেলে, কবিতার কাল।

ভালবাসা চার ঘাই, জড়িয়ে চাদরে

ঘাসফুল ইতিউতি, প্রেমিকা আদরে।

রোদ পোহানোর বেলা, ঝাঁঝি দাম জাগে

মৃদু কাঁপনেতে আজ, শীত ঘুম লাগে।

এক্কা-দোক্কার কাল ছোটবেলা ওই

পুরানো সইয়ের বাড়ি, দোতারাটা কই?

তারাদের রাত জাগা আধো ঘুম বেলা

দোতারা বাজিয়ে গান, বাউলের মেলা

সাত সায়রের ঢেউ ছল ছল রাগে

সুরে ভাসে কনে বৌ, রাতটায় জাগে

কুয়াশার জল গলে, শিশিরেতে মেখে

ভোর আসে রাতটার, ঘোমটায় ঢেকে


লেখক পরিচিতি : মিত্রা হাজরা
প্রাক্তন শিক্ষিকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন