লেখক : ফালতু লোক
মেয়েটি বলল, তুমি ঘর বাঁধতে পারো?
বাবুই না ঘুঘু, দোলাচলে তখন আমি
বাবুইয়ের বাসা! অতিরিক্ত সুন্দর
মা আলপনা দিত, নিখুঁত সীমানায় বাঁধা
গুঁড়ো চালের গন্ধে বিশাখার উম
অথচ আমার হাতে বিস্তর প্রতিবন্ধ
চুম্বনের ঢেউয়েও কাঁটা ছড়ায়
তবে ঘুঘু, মেয়েটি বলল অনায়সে।
অন্য একটি বাড়ি, অন্যের একটি ঘর
প্রদীপের আলো তাও যেন অচেনা আলো
সেখানে যদি তাকে অন্য মনে হয়…?
এইসব ভেবেছি গোটা রাত
কত পুড়ে যাওয়া ছায়াপথে রেখেছি গিটার
বালিশের জড়ো ঘুম ফুরিয়েছে বোধহয়
তখনও বসে সে, কাপড়ের পাড়ে, কপাল ছোঁয়ালে
বলে, তুমি ঘর বাঁধতে পারো না, না?
লেখক পরিচিতি : ফালতু লোক
ছাত্র