ঘুড়ি

লেখক : লাম্মি খাতুন

আমি ঘুড়ি
তোমার আকাশেই উড়ি।
দূর-দূরান্তে যাই
তোমার গান গাই।
মাথা দুলে দুলে চলি
তবু তোমার টানে ফিরি।
সুতা কেটে দেয় যদি শালিকের দলে
আমার ঠাঁই বাঁশবনের ভাগাড়ে।
যতই উপরে যাই,
নিয়ন্ত্রণ তোমার হাতেতেই রয়।
ছুটে যায় যদি তোমার হাতের নাটাই
আমার কি তবে উড়ার সাধ্যি হয়?
মনিবের দাস তাই উড়তে পারি
স্বাধীনতা তাই আমার মূল্যহীন।
তোমার হাতের নিয়ন্ত্রণে
উড়তে তব চাই।
তোমার টানে টালমাটাল হয়ে
তোমাতে ফিরে যাই।
ছেড়ো না নাটাই, কেটো না সুতা
তোমাকে  ছাড়া আমি ঘুড়ির জীবন বৃথা।


লেখক পরিচিতি : লাম্মি খাতুন
নামঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরের কবিতা লেখার চেষ্টা করি। আজকে প্রথম লেখা পাঠাচ্ছি৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন