লেখক : শামীম হোসেন ইভান
গ্রামীন বাংলার সৌন্দর্য যে সুমধুর-
কুয়াশাচ্ছন্ন থেকে ফুটে নিমিষেই রোদ্দুর।
উড়ে যায় পাখিদের ঝাঁক –
শুনতে ভালো লাগে,সেই কিচিরমিচি ডাক।
শিশির ভেজা সকাল –
কি সুন্দর!সেই রৌদ্রজ্জ্বল পড়ন্ত বিকেল।
চারিদিকে শুধু গাছ-পালা আর নদী –
সৌন্দর্য দেখে অনেকেই বলে গ্রামে থাকতাম যদি।
গ্রামীন বাংলার যাত্রাপালা আর গ্রাম্য গান-
শুনলে ভরে যায় সকলের প্রাণ।
হাসি -তামশা আর খেলা-ধুলা,
বৈশাখ মাসে হয় গ্রাম্য মেলা।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলার গ্রাম –
কৃষকরা কাজ করে, করে অনেক সংগ্রাম।
একতার মাঝে কেটে যায় দিবা রাত্রি-
গ্রামীন বাংলার প্রশংসা
করে গেছেন অনেক কবি।
লেখক পরিচিতি : শামীম হোসেন ইভান
শামীম হোসেন ইভান