লেখক : নিত্যানন্দ দাস
ক
আমার জন্ম হস্তিনাপুর
এবং আমি এক নীচ ভিখারি
উপোসী কুকুর।
দেয় যদি কেউ টুকরো মাংস
আমি চুপ হারামখোর-
চোখের সামনে দেখি ধ্বংস!
খ
যখন তুমি অর্ধোলঙ্গ রজঃস্বলা
কামোন্মত্ত দুঃশাসন
বেশ্যা, বেশ্যা! আয়, ঊরুতে বোস্
উল্লসিত দুর্যোধন;
সেদিনও আমি আমরা সবাই
নীরব ছিলাম শীতল ছিলাম
ছিলাম একাধিক হারামখোর!
রাজরোষ কিংবা কোনও ভয়
না, মোটেও তা নয়; ভয়ঙ্কর
ছিলাম সবাই দীর্ঘ উপবাসী
তাই তৃপ্তচিত্ত বিহ্বলতায়-
সামনে তুমি অনাবরণ…
বেশ কাটছিল প্রহর !
গ
তুমি গৃহ, তুমি প্রিয়া, দুহিতা, জননী;
তুমি নও-
ব্রহ্মাণ্ড তোমার কাছে প্রতিপলে ঋণী।
ঘ
তবুও ক্ষমতায় হীন পঙ্গুপৌরুষ
যখন তোমায় লাঞ্ছিত করে-
ঘৃণ্য-কঠিন বীভৎস উদগার!
আমি চুপ, আমরা চুপ হারামখোর।
সেদিন সভায় ভীষ্ম-দ্রোণ
আজকে ভারত দৃষ্টিকোণ
দেখো, দেখো কেমন এক
সবাই সুশীল নপুংসক!
আমাদের সব বাক্য, বোধ
লোভে লোলজিহ্বা লকলক।
লেখক পরিচিতি : নিত্যানন্দ দাস
নিত্যানন্দ দাস। কবি। গল্পও লেখেন। এখনও পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়টি। প্রত্যেক কাব্যগ্রন্থই পাঠক সমাদৃত।