হারানো দিন

লেখক : মোঃ নয়ন আলী নাঈম

মনে পরে সেই হারানো
দিন গুলির কথা,
মাঠে ঘাটে আমরা সবাই
করিতাম খেলা।
মাঠে থাকতো গরু ছাগল
আরো থাকতো ভেড়া,
তাদের কাছে গেলে মোরা
খেতাম অনেক তারা।
ঘাটে থাকতো ঝিনুক মাছ
আরো থাকতো পানকৌড়ি,
তাদের ধরে বিক্রি করে
পেতাম অনেক কড়ি।
এখন আর যাইনা মাঠে
করিনা সবাই মিলে খেলা
এখন আমরা দেখতে যাই
বড় বড় নাটকের মেলা।
যাইনা এখন আর ঘাটে
ধরিনা সবাই মিলে মাছ,
এখন আমরা যাই সকালে
অফিস ও ক্ষেত করতে চাষ।


লেখক পরিচিতি : মোঃ নয়ন আলী নাঈম
গরীব ঘড়ের ছেলে আমি।টুকটাক গল্প ও কবিতা লেখালেখি করি। গল্প ও কবিতা লেখা আমার পেশা নয় বরং নেশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন