হাওয়া হয়ে যাও ছুঁয়ে

লেখক : মলয় বন্দ্যোপাধ্যায়

যাই বললেই মেঘে যায় ভাসা
চাই বললেই পাওয়া
হাত বাড়ালেই অসীম আকাশ
সুর মানে গান গাওয়া|
একলা মানেই উদাস দুপুর
খ্যাপা কোকিলের গান
দুষ্টুমি মানে আল ক্ষেত ধরে
সীমানার সন্ধান।
ভাললাগা মানে চতুর্দশীর
সলাজ অরুণ হাসি
ভালবাসা মানে চিরকুটে লেখা
তোমাকেই ভালোবাসি ।
ইচ্ছে মানেই মনের নদীতে
পাল তুলে আসা যাওয়া
আনন্দ মানে লুটেপুটে নেওয়া
বেপরোয়া চাওয়া পাওয়া ।
ভালো আছি মানে
তুমি আছ পাশে
প্রানের পরশ নিয়ে
আমি আছি ঠিক বিপ্রতীপেই
হাওয়া হয়ে যাও ছুঁয়ে।


লেখক পরিচিতি : মলয় বন্দ্যোপাধ্যায়
সাহিত্যিক বলে দাবি করেন না তবে সাহিত্য সৃষ্টি করতে ভালবাসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন