ইচ্ছে

লেখক : লাম্মি খাতুন

ইচ্ছে তব হাতটি তোমার ধরে
শেষ বিকেলে হাঁটব আমি চিত্রা নদীর পাড়ে।
নিশি রাতে তোমার সনে কইবো মনের কথা,
ভাগাভাগি করবো মোদের আছে যত ব্যথা।
চাঁদনী রাতে জোছনা ঝরে ধুসর পৃথিবীতে,
আমি শুধু চেয়ে রবো তোমার মুখপানে।
বৃষ্টি ভেঁজা ভোরবেলাতে মাথা তোমার বুকে রেখে,
স্বর্গসুখ পেলাম খুঁজে ইহকালে তবে।
রোজ সকালে হেঁটে চলি মেঠোপথ ধরে,
দুঃখ জরা ধুয়ে যাবে শিশির ভেজা ঘাসে।

যেথায় আমি পেলাম খুঁজে স্বর্গ তুল্য সুখ,
সেই তোমার বুকে মাথা রেখে মরণ আমার হোক।


লেখক পরিচিতি : লাম্মি খাতুন
নামঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরের কবিতা লেখার চেষ্টা করি। আজকে প্রথম লেখা পাঠাচ্ছি৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন