ইচ্ছে পালন

লেখক : অরূপ রায়

পালিয়ে যাব—
বল কীভাবে পালাই:
যেমন ক’রে গাছের থেকে পাখি ফুরুত করে,
কিংবা তোমার শরীর থেকে সুবাস
নয়তো যেমন চোখের থেকে দৃষ্টি দূরে যায়,
বল কীভাবে পালাই?

পালিয়ে যাওয়ার ভূমির কি রং আছে?
আঁকতে হবে গাছ কিংবা মানুষ?
হাঁটার জন্য পথ?

নিরাশ্রয়ী-সূর্য থেকে পালিয়ে আসে রোদ?
মেঘের থেকে বিষণ্ণতার বোধ?
পালাতে হয় কীভাবে জানা নেই
সেকি নিজের থেকে নিজেই স’রে থেকেই?

পালিয়ে যাব’ ভাবলে মনে হয়
কোথাও যেন আছি,
‘কোথাও’ থেকে পালিয়ে যেতে হবে
অরণ্যের মধ্যে থেকে বনানী কি পালাতে পারবে!

এই অনন্ত-ইচ্ছা থেকে অনিচ্ছার একশ মিটার সেতু
কোথাও যেন তেরি করে পেরিয়ে যাওয়ার হেতু—
কোথাও যেন পালাতে মন চায়
মনের থেকে পালিয়ে যাওয়া যায়?

এখন ভোরবেলা—
পালিয়ে যাওয়ার কারণ খোঁজার শুরু
রাত্রি অব্দি খুঁজতে থাকা চলে,
পালানো যেন পালন করা পাখি
রাত্রিভোর একই কথা বলে।


লেখক পরিচিতি : অরূপ রায়
লেখক পদার্থবিদ্যার শিক্ষক, সংগীত রচয়িতা এবং গাইয়ে। এছাড়া তিনি গদ্য ও কবিতা লিখে থাকেন। মূলত আজকের ধরণীর যে মনস্তাত্বিক টানাপোড়েন, আভ্যন্তরীন উথাল পাথাল, তা তাঁর গদ্যে, কবিতায় গানে প্রতিফলিত।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।