ঈশ্বরও মানুষ হতে চায়

লেখক : আলী ইব্রাহিম

হেঁটে হেঁটে গেছ
সামনে দিয়ে
তার হাত ধরে
হাসতে হাসতে
কথা বলতে বলতে;
আগুনে আমার ঘর পুড়েছে
আজও আমি একা।

সামনে দিয়ে গেছ
হেঁটে হেঁটে
দুলতে দুলতে;
তোমার হলুদশাড়ি উৎসবে
আমি মাথা ঘুরে পড়েছি
আজও আমি একা।

নেচে নেচে গেছ
কোমর দুলিয়ে
বৃষ্টিতে ভিজে
সিল্ক শাড়ি ব্লাউজে
উল্লাসিত জাফরান পরিয়ে
প্রবেশ করেছ আদিঘরে।
তুমি উদ্যোগে মজেছ
তুমি হাওয়ায় ভেসেছ
তুমি সুতোর ওপর হেঁটেছ
তুমি আদিমতায় কেঁপেছ।
নাগর সভ্যতায় তুমি ক্রমাগত ইলিশ হও
আদমশুমারিতে তুমি ক্রমাগত প্রশস্ত হও
তবুও সবখানে তুমি উটপাখি হয়ে ওড়ো;
দেখে যাও! দেখে যাও!
তোমার আরাধ্যে ঈশ্বরও আজ মানুষ হতে চায়!


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum