ইসলামের শরাব

লেখক : মুহাম্মদ সিয়াম হোসেন

ইসলামেরও শরাব আমি করেছি পান।
তাই তো আজি মাতাল আমি, আমি বেমানান।
হৃদয়ে জ্বেলেছি ইমানেরও আলো।
বুঝিতে পারি তাই মন্দ আর ভালো।
প্রভুর প্রেমের দরিয়াতে দিয়াছি ভাসান।
বুকেতে আর মুখেতে গাই আল্লাহ মেহেরবান।


লেখক পরিচিতি : মুহাম্মদ সিয়াম হোসেন
মুহাম্মদ সিয়াম হোসেন একজন ছাত্র এবং প্রায় সময় তার ছদ্মনাম “ইবনে আনিস ইবনে ইসমাইল” ব্যবহার করে লেখালেখি করে থাকেন। ধর্ম, দর্শন, ইতিহাস,সাহিত্য অধ্যায়নের ঝোঁক রয়েছে প্রবল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum