লেখক : আহব
কতটা সরে যাওয়ার পর
ঝাপসা লাগে ফিরতে,
কতটা ভেঙে ফেলার পর
সময় গড়ায় জুড়তে।
কতটা অভিমানের পর
শব্দরা সব স্মৃতি,
ফল্গু কতটা তলায় গেলে
উচ্ছাসে পলি বিস্মৃতি।
কতটা রক্তক্ষরণের পর
আজও মানুষ কাঁদে,
কান্না ফুরোলে কখন মানুষ,
বাঁচে, আজও শুধু আঁচে।
কতটা সরে গেলে তবে
হারিয়ে যাওয়া বলে,
কষ্ট গিলে কত দূরে গেলে
তাকে ফিরে আসা বলে।
কত দিন পর, কোন এক গানে
ঠিক দেখা হবে সোজাসুজি,
দ্বন্দ্ব ভুলের হিসাব সরিয়ে
ভালবাসা গলে মুখোমুখি।
লেখক পরিচিতি : আহব
লেখক পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরে অর্থনীতির অধ্যাপক হিসাবে কর্মরত। বর্তমানে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজে অধ্যাপনা করছেন। মূলত কবিতা এবং ভ্রমনকাহিনী লেখেন। ফটোগ্রাফি, বিশেষত নেচার ফটোগ্রাফির প্রতি বিশেষ আকর্ষণ আছে।