যে ঋণগুলো শোধ না করেই চলে যাবো

লেখক : তনিমা হাজরা

 

কেন তুমি আমার সঙ্গে থাকো
কেন আমি তোমার সঙ্গে থাকি
কেন তুমি একবার ডাক দিলে
ছাতিমের ডালে বসে মন
শিশিরে ছড়িয়ে দিয়ে যায়
শর্তহীন নিঝুম সম্মতি।।

কেন তুমি আমার সঙ্গে থাকো,
কেন আমি তোমার সঙ্গে থাকি,
কাঁকরে, কাঁকরে লেখা রাধানাম,
কর্কশ পথ ধরে হেঁটে আসা ব্রত,
চলে গেছে দিগন্তে কোথায়,
মাপেনি সে দ্রাঘিমিক পরিমিতি।।

কেন তুমি আমার সঙ্গে থাকো
কেন আমি তোমার সঙ্গে থাকি
রাস জ্বলে আসমান ছেয়ে,
চাঁদ চিরদৃঢ় নিজস্ব আকারে,
আলোর ভ্রমেরাই মাপে অহেতুকী মূঢ়তায়
জ্যামিতিক যত ক্ষয়ক্ষতি।।

কেন তুমি আমার সঙ্গে থাকো,
কেন আমি তোমার সঙ্গে থাকি,
কেন কেউ বোঝেনি এখনো,
হিংসার রক্তকূপ থেকেও চিৎকার
করে ওঠে ভালবাসার আকুতি ।।

কেন তুমি আমার সঙ্গে থাকো,
কেন আমি তোমার সঙ্গে থাকি,
আমরা তো ভালো করে জানি,
কতো সামান্যেই রচনা করতে পারি
এই অসামান্য, মুছে ফেলে দিয়ে
যত অবান্তর আত্মরতি।।


লেখক পরিচিতি : তনিমা হাজরা
লিখি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন