যে প্রতিজ্ঞা ভাঙ্গি

লেখক : রুদ্র সুশান্ত

অনেকদিন পর, দীর্ঘদিন দীর্ঘ রজনী কেটে গেছে তুমিহীন,
চলন্ত ট্রেন, একটি বগি, মোচড় দিয়ে বেজে উঠল হৃদয়বীণ।
আজকে হঠাৎ মুখোমুখি, অযুত নিযুত চাপাপড়া কষ্ট
শ্রাবণ মেঘের মতো দীর্ঘশ্বাস ভেসে উঠল স্পষ্ট।
আমাকে পরিবারে শিখিয়েছিল বেঁচে থাকতে, আর সমাজ শিখিয়েছে কিভাবে মরতে হয়,
মুখোমুখি বসে আছি অথোচ কোন কথা নেই। কি চমৎকার নিদারুণ ভয়!
চোখ-কান-জিহ্বা-নাসিকা-ত্বক পঞ্চ ইন্দ্রিয়ে প্রেমের প্রস্তাব, নির্লিপ্ত প্রস্ফুটন।
ষোড়শীর বক্ষ কেঁন্দে কেঁন্দে বলেছিল আমাকে ‘প্রেম’ দাও। দাও উষ্ণ আলিঙ্গন।
জীবন ছুটে চলেছে চলন্ত ট্রেনের চেয়ে দ্রুত
তুমি ভুলে গেছো প্রতিজ্ঞা শত।
পরের স্টেশনে নেমে যাব, তুমি হয়তো নামবে দুই স্টেশন পর,
শুনেছি ওখানে সংসার পেতেছো, সাজিয়েছ পুতুলের ঘর।
সেই পুতুল পুতুল মুখ তোমার, নাক খানিক টানা, কানে ঝুলন্ত দুল।
ঝরে গেছে হয়তো, তোমার কেশে গুঁজে দেয়া সেই স্নিগ্ধ বকুল।

যা কিছু ভাবি সব হয়ে গেছে ‘স্মৃতি’ দূরবীন দিয়েও দেখা যাবে না আর
ভুলে যাব ভুলে যাব প্রতিদিন ভাবি, কি কঠিন কষ্ট ভুলে যাওয়া ভার।

আর কথা না হোক, কোন দিন কথা না হোক, হৃদয়ে না রাখিও কিছু গাথিঁ
হৈ-হুল্লোড়ে থাকো, সুন্দর জীবন যাপন করো আনন্দ উল্লাসে মাতি।

চলে যাক সময়, চলে যাক ট্রেন, কদম বকুল গন্ধ পেরিয়ে
আমিও ভুলে যাব সব, একদম ভুলে যাব। তবুও আছি জড়িয়ে।


লেখক পরিচিতি : রুদ্র সুশান্ত
জন্ম চট্টগ্রামে, বসবাস ঢাকায়। প্রকাশিত বই চারটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন