জীবনের যা কিছু

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

জীবনের নাম হোক কর্ম।
জীবনের বাণী হোক শক্তি।
জীবনের মন্ত্র হোক সেবা।
জীবনের ধর্ম হোক ভালোবাসা।
জীবনের প্রেম হোক উদার।
জীবনের প্রীতি হোক করুণা।
জীবনের লক্ষ্য হোক ইচ্ছা।
জীবনের চিন্তা হোক ত্যাগ।
জীবনের চেতনা হোক ভক্তি।
জীবনের আগ্রহ হোক দান।।
জীবনের সত্য হোক জীবন।
জীবনের জীবন হোক ঈশ্বর।


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন