জীবন ধারা

লেখক : শারমিন শিলা রিয়া

সময়গুলো ঘনিয়ে যায়,
ডুবে যায় আঁধারঘন বাগানে।
দিন আসে রাতে মিশে যায়।
কেউ হয়ত হতাশার চাদরে,
নিজেকে ঢেকে রেখে।
ডুবে যায় তিমির হননে।
স্বপ্নটা হয়ত মিশে যায়
হাজারও পানির স্রোতে।
ইচ্ছেগুলো ঢাকা পড়ে যায়।
বালি চাপার নিচে।
অজস্র স্মৃতি এসে নাড়া
দেয় মনের এক কোণে।
বিবেকের নাড়ায়
পালিয়ে বেড়ায় আবেগ!
বাস্তবতার ধারপ্রান্তে!
কল্পনার জগৎ – সে তো
লুকিয়ে যায়।
এভাবেই শুকিয়ে যায়।
জীবন তটিনী!
এভাবেই হয়ত শেষ হয়ে যায়
জীবনধারা!!!


লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up